শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

চিলিতে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৩

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে /

চিলির বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের ভয়াবহতা তীব্র থেকে তীব্রতর হওয়ায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দাবানলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ৯০০।দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, এক সংবাদ সম্মেলনে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এক হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বাধ্য হয়েছেন। ২৩১টি দাবানলের মধ্যে প্রায় ৮১টি সক্রিয়। কিন্তু শনিবার আরও ১৬ জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গোলার্ধের কোনও কোনও অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দাবানলে এ পর্যন্ত অন্তত ৪৪ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে।দমকল বাহিনী ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে গেলেও পরিস্থিতিকে গুরুতর বর্ণনা করেছেন চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা। অতিরিক্ত সেনা ও দুর্যোগ ব্যবস্থার লোকজনকে মাঠে নামানো হয়েছে।এমন দাবানল নিয়ন্ত্রণে স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল এবং ভেনেজুয়েলার কাছ থেকে সহায়তার প্রস্তাব এসেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD