জাহাঙ্গীরনগর বিশ্বদ্যালয়ের এম্বুলেন্সে ৪৩তম ব্যাচের র্যাগ উৎসবের মদ আনার পথে ৪ জনকে আটক করেছে পুলিশ।
গত ৪ ফেব্রুয়ারি ঢাকা ব্যাংকের সামনে থেকে এম্বুলেন্সে মদসহ আটক করা হয় তাদের। পুলিশের একটি সূত্র জানান, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এম্বুলেন্সে মদ পরিবহনের তথ্য দেওয়া হয়। এবং গাড়ির নাম্বার দেওয়া হয়। এই তথ্যমতে গাড়িটি আটক করা হয়।’
বংশাল থানার সহকারী পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, ‘জাবির এম্বুলেন্সে মদ পরিবহনকালে দুই শিক্ষার্থী, তাদের একজন সহযোগী এবং ড্রাইভারকে আটক করে থানায় দিয়ে দিয়েছি। এসময় ২০ বোতল মদ জব্দ করা হয়। তারা র্যাগ অনুষ্ঠানের মদ কিনতে এসে ধরা পড়েছে।’
আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী রিপন সাহা (২৮), দর্শন বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী জুয়েল আহমেদ (২৭), কেনাকাটায় সহযোগী জীবন (২৮) এবং ড্রাইভার আসাদুল্লাহ দুলাল (৩৭)।
তবে পুলিশ জানায়, জুয়েল আহমদে প্রথমে জাবির ৪৪ ব্যাচ পরিচয় দিলেও পরর্বতী জিজ্ঞাসাবাদে জানা যায় জুয়েল জাবির ৪৪ ব্যাচে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেনি। পরর্তীতে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ভর্তি হয়। পড়াশুনার পাশাপাশি জুয়েল জাবি নাটকসংশ্লষ্টি বিষয়টিগুলোর সাথে জড়িত এবং সে আবাসিক হলে থাকে। তার বাবার নাম আব্দুর রহমান, মাতা সাজেদা বেগম। রিপন এবং জুয়েল সহযোগী অপরজনের নাম জীবন। তার বাড়ি সাভার এলাকায়।