মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

রাশিয়ার বিরুদ্ধে গোপনে ভোটের পক্ষে না বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে /

জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে গোপনে ভোটভুটি হবে কি না সে প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। এদিন ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে। আর বাংলাদেশ ভোটদানে বিরত ছিল।গত সোমবার (১০ অক্টোবর) রাশিয়ার বিরুদ্ধে আনা একটি নিন্দা প্রস্তাবের ওপর গোপন ভোটাভুটি হবে কিনা এই প্রশ্নে ভোটাভুটি হয়।ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার নিন্দা জানিয়ে আলবেনিয়া প্রস্তাবটি উত্থাপন করে। রাশিয়া চেয়েছিল এই প্রস্তাবের ওপর গোপনে ভোটাভুটি হোক।গত সোমবার ওই প্রস্তাবে গোপনে ভোটাভুটি হবে কি না সেই প্রশ্নে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। এতে রাশিয়ার বিপক্ষে ভারতসহ ১০৭টি দেশ ভোট দিয়েছে। আর পক্ষে ভোট দিয়েছে ১৩টি দেশ। বিরত ছিল রাশিয়া, চীন ও বাংলাদেশসহ ৩৯টি দেশ।সম্প্রতি ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়াতে গণভোটের মধ্য দিয়ে অঞ্চলগুলোকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে মস্কো। এ গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে অবৈধ উল্লেখ করে আলবেনিয়ার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD