বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

ধূসর টিক চালু করলো টুইটার

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ বার পড়া হয়েছে /

টুইটারে যুক্ত হলো নতুন ফিচার। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার অ্যাকাউন্টের জন্য ধূসর টিক চিহ্ন ব্যবহারের সুযোগ চালু করেছে টুইটার। এ সুবিধা চালুর ফলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার অ্যাকাউন্টের পরিচয় যাচাইয়ে ধূসর টিক চিহ্ন যুক্ত করবে খুদে ব্লগ লেখার সাইটটি। এর ফলে অন্য ব্যবহারকারীরা সহজেই অ্যাকাউন্টগুলো সম্পর্কে আগে থেকে ধারণা নিতে পারবেন। এর মাধ্যমে প্রতারকেরাও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার নামে টুইটারে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অ্যাকাউন্টে ধূসর টিক চিহ্ন যুক্ত করতে মাসে আট ডলার খরচ করতে হবে।পর্যায়ক্রমে সব দেশে এ সুবিধা চালু করা হবে।উল্লেখ্য, ইলন মাস্ক টুইটার কেনার আগে রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রীসহ বিখ্যাত ব্যক্তিদের অ্যাকাউন্ট যাচাই করে শুধু নীল টিক চিহ্ন দিত টুইটার কর্তৃপক্ষ।

সূত্র: বিজিআরডটইন

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD