ফিলিস্তিন ইস্যুর সমাধান হলে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিতে ইচ্ছুক। এ কথা বলেন- সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।
দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি সমস্যা সমাধানের প্রথম ধাপ হচ্ছে ‘সব পক্ষের’ যুদ্ধবিরতির মাধ্যমে।
বিন ফারহান বলেন, ‘আমরা একমত যে আঞ্চলিক শান্তির মধ্যে ইসরায়েলের জন্য শান্তি অন্তর্ভুক্ত রয়েছে, তবে এটি কেবল ফিলিস্তিনি রাষ্ট্রের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য শান্তির মাধ্যমেই সম্ভব।
ডব্লিউইএফ-এর একটি প্যানেলে সৌদি আরব ইসরায়েলকে বৃহত্তর চুক্তির অংশ হিসেবে স্বীকৃতি দিতে রাজি হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই। সূত্র: সিএনএন